বেলকুচিতে ইয়াবা সহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নিশিবয়ড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে রুহুল আমিন (৪৪) নামে এক মাদক কারবারিকে কে গ্রেফতার করেছে পুলিশ। উক্ত মাদক ব্যযবসায়ী উপজেলার সূবর্ণসাড়া গ্রামের মৃতঃ গোলাম নবীর ছেলে। বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।