বেলকুচি সরকারি কলেজে অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত।
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
মাদক ছাড়ো,কলম ধরো শিক্ষা জীবন ধন্য করো। শিক্ষার জন্য এশো,সেবার জন্য বেরিয়ে যাও। এমন ধারাবাহিক প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সুনামধন্য বেলকুচি সরকারি কলেজে অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে ২০শে জুলাই ২০২২ উক্ত অনুষ্ঠানে বেলকুচি সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ-আবু তাহের, সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ বেলকুচি সরকারি কলেজ।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মোঃ-শামীম আহসান, আবুল কালাম আজাদ,
প্রভাষক মোঃ-মজনু মিয়া, মোঃ- আব্দুল আউয়াল,ব্রজগোপাল সাহ,প্রধান সহকারী মোঃ- বদিউজ্জামান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। উক্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্মানিত অতিথিগন বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে সুন্দর ভাবে মনোযোগ সহকারে পড়া-লেখা চালিয়ে যেতে হবে। প্রধান অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের কলেজের ছাত্র-ছাত্রীরা হবে আগামী দিনের দেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।