বেলকুচি তথ্য অফিস কর্তৃক সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে প্রেস ব্রিফিং
আবির হোসাইন শাহিন:
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা তথ্য অফিস কর্তৃক উন্নয়নের চিত্র জনগণের মাঝে উপস্থাপন করতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। ৩০ জুন সোমবার বেলকুচি উপজেলা হলরুমে সিরাজগঞ্জ জেলা তথ্য অফিস কতৃক সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন জেলার তথ্য অফিসার মোহাম্মদ আবুল খায়ের তিনি বলেন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড যেমন ইভটিজিং,বাল্যবিবাহ, মাদক সহ সকল উন্নয়নের চিত্র জনগনের মাঝে উপস্থাপন করতে প্রেস ব্রিফিং এর আহ্বান জানানো হয়।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার সহকারী তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।এছাড়াও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজি সাইদুর রহমান,বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, সাংবাদিক আবু মুসা,সাংবাদিক পারভেজ আলি সহ আরও অনেকে।