সিরাজগঞ্জ

বিশ্ব পর্যটন দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

অন্তর্ভুক্তি মূলক প্রবৃদ্ধিতে বিশ্ব পর্যটন ২০২১ উদযাপন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন , জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা তথ্য অফিসার আবুল খায়ের, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সোরহাব আলী, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।