বিয়ের নামে প্রতারণা, উদ্দেশ্য হাসিলের পর উধাও
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক :
কত রকমের বিচিত্র ঘটনাই না ঘটছে আমাদের চারপাশে।বিয়ে করে সংসার বাধে কিছুদিন পর টাকা পয়সা ধন সম্পদ নিয়ে উধাও। এমনি করে প্রতারনা করে আসছে এক প্রতারক চক্র। দীঘদিন ধরে তাদের এই ফাঁদে পা দিয়ে নিঃস হচ্ছে সাধারণ মানুষ। । এমনি এক চক্রের সদস্য মোছাঃ সম্পা খাতুন। পিতার নাম মোঃ তুজাম আকন্দ গ্রাম :চন্ডিদাস গাতি থানা ও জেলা :সিরাজগঞ্জ। প্রতারক চক্রের অন্য সদস্য হলো মোঃ সোহাগ হোসেন পিতা :কালাম হোসেন গ্রাম :পদমপাল উপজেলা সিরাজগঞ্জ।। ভুক্তভোগীদের তথ্যসূত্র থেকে নেওয়া এই সম্পা খাতুন বিয়ে করে এবং কিছুদিন সংসারের নাটক করে। তারপর বিশ্বস্ততা অর্জন করে টাকা পয়সা ও স্বর্নালংকার নিয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে যায়।এইভাবেই তারা মানুষকে প্রতারিত করে। সম্পা খাতুন এইবার ৫ বছরভর সংসার করার পর, সিরাজগঞ্জ সদর থানার, জানপুর গ্রাম (শশুর বাড়ি) থেকে, নগদ ৫ লক্ষ ১৮ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্নালংকার নিয়ে গত ০৮/০৫/২০১৯ তারিখে আনুমানিক সকাল ১০:০০ টার দিকে তার সেই পুরানো কায়দায় তার প্রেমিকের সাথে পালিয়ে যায়, এবং প্রতিবারের মতো এইবারো তার দ্বারা প্রতারিত ব্যাক্তিকে চিঠিতে লিখে যায়, ” খুঁজোনা আমায়,লাভ নেই।” এই প্রতারনাকারীদেরকে ধরিয়ে দিলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এদের থেকে সাবধান থাকুন। কেউ এই প্রতারক চক্রের সদস্যসের সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে।