বিজয় উল্লাস করতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু-উল্লাপাড়ায়
বিশ্বকাপ ফুটবলের শুক্রবার রাতের খেলায় ব্রাজিল কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়, এ উপলক্ষে রাতে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উৎসবের আয়োজন করেন মফিজুল ইসলাম (২৫) নামে এক যুবক ।প্রিয় ফুটবল দল ব্রাজিলের বিজয়ে উৎসব করতে গিয়ে সাউন্ডবক্সে সংযোগ দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধারের পর উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। নিহত মফিজুল হাওড়া গ্রামের আমির হোসেনের ছেলে।