বিএনপি নেতা মতিনের মাতৃ বিয়োগ
শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি :
লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিনের মা বেলা বেগম ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চার ছেলে, চার মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ মাঠে জানাজার নামাজ শেষে রাজাবাড়ী উত্তরপাড়া কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে। জানাজায় লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুমার ছেলে লুৎফর রহমান মতিন, কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি শুকুর মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলীনেতা, আওয়ামী লীগ,বিএনপিসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। বেলা বেগম রত্নাগর্বা মা হিসেবে কালিহাতী উপজেলায় পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।