বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে উন্নয়ন ও শান্তি সমাবেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি :
বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নিরীহ মানুষকে হত্যা সহ সকল নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকালে ৪ টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উন্নয়ন ও শান্তি সমাবেশে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের সভাপতি মনিরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক ও সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ড.জান্নাত আরা তালুকদার হেনরী।
সমাবেশে বক্তব্য রাখেন,
জেলা আওয়ামী লীগের এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির,জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমান খান ,সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, সদস্য জেহাদ আল-ইসলাম, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন।
এসময় শান্তি সমাবেশে প্রধান অতিথি ড.জান্নাত আরা তালুকদার হেনরী বলেন,বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আর ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে,বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে আওয়ামী লীগ । আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ ।