বাচতে চায় বিরল রোগে আক্রান্ত চৌহালীর আব্দুল্লাহ আল মামুন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মোঃ ইমরান হোসেন( আপন)
দূগম চরাঞ্চলের ছেলে আব্দুল্লাহ আল মামুন(১৯) । দারিদ্র্য আর শত প্রতিকুলতাকে মাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এই ছেলে। কিন্তু বিধিবাম। বাবার মৃত্য যে ছেলেকে থামাতে পারেনি, তাকে থামিয়ে দিয়েছে বিরল এক রোগ। প্রয়োজনীয় অর্থের অভাবে এখন তাকে গ্রামে বসে মৃত্যুর সঙ্গে পাল্লা লড়তে হচ্ছে। আশায় থাকতে হচ্ছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার চিকিৎসার খরচ বহনে এগিয়ে আসেন, তবে সুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন তিনি। আব্দুল্লাহ আল মামুন চৌহালী উপজেলার চরবিনানুই গ্রামের মৃত আব্দুল খালেক দোকানদারের ছেলে। সিরাজগঞ্জসহ দেশের কোনো হাসপাতালের চিকিৎসকরা তার রোগ নির্নয় না করতে পারায় ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এজন্য মামুনের দরকার আড়াই লাখ টাকা। অসুস্থ আবদুল্লাহ জানান, বাবার মুদি দোকানের আয় দিয়ে তাদের পাঁচ সদস্যের সংসার চলত। চলত তিন ভাইয়ের পড়াশোনার খরচ। ২০১০ সালে হঠাৎ বাবা মারা যান। এর পরের বছর যমুনার ভাঙ্গনে দোকানটিও নদীতে বিলীন হয়ে যায়। আবদুল্লাহ আরো জানান, ঢাকার সাভার মডেল কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পরিক্ষায় অংশ নিয়ে তিনি ভালো ফলাফল করেন। স্বপ্ন দেখতে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনার পর বিসিএস ক্যাডার হবেন। কিন্তু ভর্তি পরিক্ষার প্রস্তুতির সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ঢাকার বঙ্গবব্ধু শেখ মুজিব মেডিকেল। এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে পরিক্ষা-নিরীক্ষার করেও রোগ নির্নয় করা যায়নি। সর্বশেষ তিনি ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালের প্রফেসর। ডা. আলমগীর চৌধুরীর তত্বাবধানে ছিলেন। তবে অর্থাভাবে গ্রামে ফিরে আসতে হয়েছে। রোগ নির্নয় এবং উন্নত চিকিৎসার জন্য আড়াই লাখ টাকা দরকার জানিয়ে আবদুল্লাহ বলেন, আমি দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান ও সম্ভুদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাহহার সিদ্দিকী বলেন, আবদুল্লাহ আমার বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। অজানা রোগে আক্রান্ত হয়ে এখন তার স্বপ্ন ভঙ্গ হওয়ার পথে। ডাক্তাররা ভারতে গিয়ে চিকিৎসা করাতে পরামর্শ দিয়েছেন। তবে ছেলের উন্নত চিকিৎসার অর্থ যোগান দেওয়া আবদুল্লাহর দরিদ্র মায়ের পক্ষে সম্ভব না। আবদুল্লাহ কে সাহায্য পাঠানোর আহব্বান জানিয়েন আব্দুল কাহহার সিদ্দিকী। আবদুল্লার সঙ্গে যোগাযোগের মোবাইল ফোন নম্বরঃ ০১৮৫৮২১৯৫৪৩ ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকীর মোবাইল ফোন নম্বরঃ ০১৭১৮৯২১৩১৬
যোগাযোগ করতে পারেন প্রতিবেদকের সাথে মোবাইল নম্বর: ০১৭৮৭৮২৫১২০