বাগবাটিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবা ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের ধলডোব গ্রামে জেলা মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ৫০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজা সহ একজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার ব্যাটালিয়ন এর সহযোগিতায় পরিচালিত টাস্কফোর্স অভিযানে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামী মোঃ আলাউদ্দীন আলা (৩৭),পিতাঃ মকবুল হোসেন,গ্রামঃ ধলডোব এর পশ্চিম দুয়ারী টিনের বেড়া ও ছাউনিযুক্ত চৌচালা শয়ন ঘর তল্লাশী করে চৌকির তোষকের নীচ হতে উক্ত মাদকের সন্ধান পায় জেলা টাস্কফোর্স। উক্ত মাদকদ্রব্য নিজ দখলে রেখে বিক্রয়ের অপরাধে ধৃত আসামী মোঃ আলাউদ্দীন আলার নামে নিয়মিত মামলা দায়ের করার জন্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কে নির্দেশনা প্রদান করা হয়। এবং ৫০পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজা জব্দ করে টাস্কফোর্স। উক্ত টাস্কফোর্স অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল,মোছাঃ হাফিজা খাতুন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।