বাগবাটিতে ইভটিজিং এর দায়ে চার বখাটের অর্থদন্ড
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের পিছনে ছাত্রীদেরকে ইভটিজিং করার অপরাধে চার যুবকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের পিছনে মুদি দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিন আলম(১৮),আবু তালহা(১৯), সেহাবুল আলম(১৮) ও মোস্তফা কামাল(১৮) নামে চার বখাটেকে আটক করে ছাত্রীদেরকে ইভটিজিং করার দায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তারা বাগবাটির আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজের ছাত্র। আদালত সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ উক্ত কলেজের চার বখাটে যুবক হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে এবং স্কুলের পিছনে মুদি দোকান থেকে বিভিন্নভাবে স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করত। অদ্য ভ্রাম্যমাণ আদালত গোপনে ওতপেতে চার বখাটেকে উক্ত স্কুলের পিছন থেকে হাতেনাতে ধরে ফেলেন এবং দন্ডাদেশ দিয়েছেন। উক্ত অভিযানে সহযোগিতা করেন পেশকার মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ