বহুলীতে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের কাজে চলছে হরিলুট
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন পরিষদে ২০২০-২১ অর্থ বছরের‘অতি-দরিদ্রদের জন্য কর্মসূচি প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রমান মিলেছে।২০২০-২১ অর্থ বছরে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসূচির আওতায় গৃহিত প্রকল্পে হাজিরায় ব্যাপক গড়মিল দেখা দিয়েছে।
কাজ না করে টাকা হাতিয়ে নিতে প্রকল্প সংশ্লিষ্টরা শ্রমিক হাজিরা খাতায় ভূয়া হাজিরা করছেন।
জানা গেছে, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় বহুলী ইউনিয়নে কর্মসূচি প্রকল্পের জন্য৩০১ জন উপকারভোগী শ্রমিকের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ থাকলেও প্রতিদিন প্রকল্পে কমপক্ষে ২১১ জন শ্রমিক অনুপস্থিত থাকছেন।
প্রতিদিন প্রতি শ্রমিকের ২শত টাকা করে মুজুরি ধরা থাকলে ২১১ জনের প্রতিদিন ৪২ হাজার ২ শত টাকা ফাঁকি দিয়ে ওই অর্থ হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রকল্প এলাকায় সরেজমিনে ২-মে গিয়ে দেখা গেছে, হাজিরা খাতায় শ্রমিকের ব্যাপক গড়মিল।
বহুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডিগ্রিচর মজিদের বাড়ি হতে আবেদের বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ কাজে ৫৩ জন শ্রমিকের স্থলে কাজ করছেন মাত্র ১৪ জন।
(৯ ও ৪)নং ওয়ার্ডের নিয়ামতপুর আব্দুল আজিজের বাড়ী হতে চর নিয়ামতপুর মজিদের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ কাজে ৮৩ জন শ্রমিকের স্থলে ২৫ জন শ্রমিক কাজ করছেন।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে একই পদ্ধতিতে হাজিরা খাতায় প্রকল্পে অনুপস্থিত শ্রমিকদের উপস্থিত দেখানো হয়েছে।
এবিষয়ে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন শ্রমিক অনুপস্থিতির কথা স্বীকার করে বলেন, উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে ম্যানেজ করতে হয়। তাই কোথাও শতভাগ শ্রমিক দিয়ে কাজ করানো সম্ভব হয় না।পরে এ প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।
বহুলী ইউপি চেয়ারম্যান রুহুল আমীন সরকার শ্রমিক অনুপস্থিতির বিষয় স্বীকার করে সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতির সাথে যোগাযোগ করতে বলেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক বলেন, কাজের কিছু অনিয়মের কথা শুনেছি। তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কোয়ারেন্টাইনে আছি বিষয়টি নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।