বরিশালের উজিরপুরে নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান !
নিউজ ডেস্ক থেকে ঃ
বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (৮ই ফেব্রুয়ারি ২০১৯) দুপুরে উপজেলার সাতলা ইউনিয়নের দক্ষিন সাতলা গ্রামের মোঃ সিরাজ হাওলাদারের বাড়িতে গ্যাসের সন্ধান পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাস অনবরত বের হচ্ছে। টিউবওয়েল বসানোর সময় পাইপ থেকে বুদ বুদ শব্দ হতে থাকলে কৌতুহলবশত ম্যাচের কাঠি জ্বালিয়ে গর্তের মুখে ধরতেই দাউ দাউ আগুন জ্বলে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে একনজর দেখার জন্য ভিড় জমায় উৎসুক জনতা। বাড়ীর মালিক মোঃ সিরাজ হাওলাদার বার্তাবাজারকে জানান, শুক্রবার বাড়িতে নলকূপ বসানোর কাজ চলছিল। ৪৪০ ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে গ্যাস বের হওয়া শুরু হয়। গভীর নলকূপ থেকে এ গ্যাস উদগীরণ হচ্ছে। আর ওই গ্রাসের আগুনের স্ফুলিঙ্গ দেখে আতঙ্কে রয়েছেন পরিবার ও প্রতিবেশীরা। এলাকাবাসীর দাবি প্রশাসনের মাধ্যমে বিষয়টি পেট্রোবাংলাকে অবহিত করা। গ্যাস অনুসন্ধানের জন্য বিশেষজ্ঞ টিম এনে পরিক্ষা নিরীক্ষা করা। তবে এলাকাবাসীর প্রত্যাশা বিশেষজ্ঞ দিয়ে এটি অনুসন্ধান করা হলে এলাকার জন্য সু-সংবাদ আসতেও পারে।