বঙ্গবন্ধুর ম্যুরালে ওয়াজ মাহফিলের পোস্টার সাঁটানো নিয়ে তাড়াশ থানায় মামলা : মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধুর ম্যুরালে ওয়াজ মাহফিলের পোস্টার সাঁটানো ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫/৩ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার আসামী রেজাউল করিম কে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন যুব আন্দোলনের তাড়াশ শাখার সাধারণ সম্পাদক ও তাড়াশ পৌর সদরের বাসিন্দা আমিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দিনগত গভীর রাতে। তাড়াশ সদরের জিকেএস মোড়ে সম্প্রতি নির্মাণ করা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। এ কমপ্লেক্সের সামনে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল। ওই ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেবা কারা ইসলামী জালসার একটি পোস্টার সাঁটায়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় শিশু দিবস অনুষ্ঠান থেকে ফেরার পথে পথচারিদের নজরে আসে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা ভাইরাল হয়ে যায়। এ নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুদ্ধ হয়ে পরেন।
সাঁটানো পোস্টার থেকে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন বামুক ও আই.এ.বি তাড়াশ শাখার উদ্যোগে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তাড়াশ ফাজিল মাদ্রাসা সংলগ্ন (নতুন) মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকিরের আয়োজন করা হয়। ওই মাহফিলে প্রধান অতিথির নাম দেয়া হয়েছে চরমোনাইয়ে পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, এ ঘটনার প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন যুব আন্দোলনের তাড়াশ শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫/৩ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। পরে মামলার আসামী রেজাউল করিম কে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
লুৎফর রহমান
তাড়াশ সিরাজগঞ্জ
১৮.০৩.২২ খ্রি: