বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করলো মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা।
মোঃ ইউনুস আলী মিঠু (ধানমন্ডি-৩২,ঢাকা) :
১৭ মার্চ (মঙ্গলবার) ২০২০ ইং তারিখে বাংলাদেশের স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭টি মোমবাতি জ্বালিয়ে ১৭ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম নামের একটি সংগঠন। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের আহবায়ক অহিদুল ইসলাম তুষারের উদ্যোগে ধানমন্ডি-৩২ এ মিলিত হয় মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা।
বাংলাদের বিভিন্ন জায়গা থেকে আসা শতাধিক মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা প্রথমে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন,এ সময় ‘শুভ শুভ শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয় ৩২ নাম্বার,এরপর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের উপস্থিতিতে জাতির পিতার প্রতিকৃতির সামনেই কেক কাটা হয় ও এক আলোচনা সভায় মিলিত হোন তারা। তারা সবাই এক বাক্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে বলেন, আমরা মুক্তিযোদ্ধা পরিবার বঙ্গবন্ধু পরিবারের কাছে চিরঋণী। এই দেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা এবং একই সাথে দেশব্যাপী মুক্তিযোদ্ধা পরিবারের উপর চলমান নিপীড়ন নির্যাতন বন্ধ করাসহ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান। এবং তাদের বিভিন্ন দাবী গুলো খুব দ্রুত মেনে না নিলে খুব শীগ্রই কঠোর আন্দোলনে নামবেন বলে জানান সংগঠনের আহবায়ক অহিদুল ইসলাম তুষার।