ফেরিওয়ালারা ১৫০টি অসহায় মানুষের মুখে হাসি ফোটালো ঈদ বাজার দিয়ে ।
নিজস্ব প্রতিবেদক ঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় অবহেলিত মানুষের মুখে হাসি ফোটালো সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপেজেলার সমাজকর্মী মামুন বিশ্বাস। ফেসবুকের সংগ্রহীত অর্থায়নে ৩ লক্ষ টাকার এই ঈদ বাজার তুলে দিয়ে সমাজের অসহায় ১৫০ টি অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো তারা। ” অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা মাত্র” এ স্লোগানে বৃহস্পতিবার (৩০ মে) সকালে বেলতৈল ইউনিয়ের আগনুকালী মসজিদ প্রাঙ্গণে এই ঈদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে সভাপতি আব্দুল কাদের ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭১ টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ ১৫০ টি অসহায় পরিবারকে১৭ টি আইটেমের ঈদ বাজার, নতুন কাপড় ও ক্যান্সার আক্রান্ত ২ টি পরিবার,ঝড়ে ক্ষতিগ্রস্ত ২ টি পরিবারকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা তুলে দেন। এছাড়াও জেলার সলঙ্গার হার্ট ছিদ্র সুজনের হাতে চিকিৎসার জন্য ২২ হাজার টাকা তুলে দেওয়া হয়।