সিরাজগঞ্জ

ফুলজোড় নদীতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু !

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে গিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে ডুবে মিতু বন্যা (৮) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া এলাকার ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে।
নিহত মিতু বন্যা সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের বাবলু শেখের মেয়ে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

রায়গঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) কমল দেবনাথ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খালাতো বোনের বিয়ের দাওয়াতে গত বৃহস্পতিবার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া এলাকায় খালু সাইফুল ইসলামের বাড়ীতে আসেন মাসহ মিতু বন্যা।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মার সঙ্গে ফুলজোড় নদীতে গোসলে নামে। এ সময় নদীর পানির স্রোতে ডুবে যায় বন্যা নামের এক শিশু।

তাৎক্ষণিক ভাবে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ সয়য় দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল ইসলাম তাকে মৃত ঘোঘণা করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।