ফটো কপির দোকান খোলা রাখার অপরাধে সরিষাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জেল
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ফটোকপির দোকান খোলা রাখার অপরাধে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৩ব্যবসায়ীকে জেল এর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার উপজেলার পিংনা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে-জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান এস এস সি পাবলিক পরীক্ষার কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখা অবস্থায় পিংনা বাজার এলাকায় ৩ ফটো কপির দোকানদারের দোকান খোলা দেখতে পান।পরে পিংনা টাউন পাড়া জামাল উদ্দিন এর ছেলে মাহমুদুল হাসান(২৩) কাওয়ামারা গ্রামের মৃত দেলখোশ পাল এর ছেলে দোলন(৩০)ও পিংনা কলেজ পাড়া এলাকার মৃত শহীদ আলীর ছেলে রেজাউল করিম হক কে আটক করে। অভিযুক্তদের প্রতিজন কে ৭ দিনের জেল এর আদেশ দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেন ভ্রাম্যমান আদালত।পরে ভ্রাম্যমান আদলালতের নির্দেশ মোতাবেক সরিষাবাড়ী থানা পুলিশ ফটো কপি’র ৩ ব্যবসায়ীকে জেল হাজতে
প্রেরণ করা হয়।