প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু বার্ষিকী আজ,২৩ বছরেও বিচার পায়নি ভক্তরা
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
আজ ৬ই সেপ্টেম্বর, বাংলা সিনেমার কালজয়ী মহানায়ক সালমান শাহ্র ২৩ তম মৃত্যু বার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা। ১৯৯৬ সালে আজকের এই দিনে অনাকাঙিক্ষত ভাবে মৃত্যু বরণ করেন সবার প্রান প্রিয় নায়ক সালমান শাহ ।এটা কি মৃত্যু নাকি আত্মহত্যা তা নিয়ে ধোয়াশা আজও ছারেনি। ৯০ দশকে বাংলা সিনেমাকে অন্যতম উচ্চতায় নিয়ে গিয়েছিল নায়ক সালমান। তার গেটআপ তার ফ্যাশন বম্বের নায়কদের যেন হার মানায়।আকাশ্চুম্বি সাফল্যই যেন মৃত্যুর কাল হয়েছিল তার । তার প্রতিটি সিনেমাই ছিল সুপার ডুপার হিট।
মৃত্যুর ২৩ বছর পরেও তার জনপ্রিয়তা তার প্রতি ভক্তদের ভালোবাসা যেন বিন্দুমাত্র কমেনি।কিন্তু পরিতাপের বিষয় হলো মৃত্যুর ২৩ পার হলেও তার মৃত্যু নিয়ে রহস্য এখনও উন্মোচিত হয়নি ভক্ত ও পরিবার পায়নি সঠিক বিচার। তার অভিনীত ২৭ টি সিনেমা নিয়ে কাব্যিক ভাষায় বলতে হয় অনেক দিন যাবৎ “বুকের ভিতর আগুন” জ্বলছিল। যাকে আমরা “সুজন সখি” নামে চিনি, অনেক “স্নেহ” করতাম, সবার “প্রিয়জন” জনমানুষের “স্বপ্নের নায়ক” আমাদের “প্রেম প্রেয়সী” যে জাতিকে করেছে “মহা মিলন” অনেক “আশা ভালবাসা” নিয়ে “প্রেম যুদ্ধ” করে ন্যায্য “দেনমোহর” দিয়ে বিয়ে করে “এই ঘর এই সংসার” সাজিয়েছিল কিন্তু আল্লাহ্ যদি একটা “কন্যাদান” করত আমরা তার নাম দিতাম “আঞ্জুমান”। যে কিনা “মায়ের অধিকার” প্রতিষ্ঠিত করেছিল এবং সবার “অন্তরে অন্তরে” থাকা সালমান কে “জীবন সংসার” থেকে যারা সরিয়ে “স্বপ্নের পৃথিবী” থেকে বিদায় করে দিয়ে দর্শকদের “স্বপ্নের ঠিকানা” ভেঙে দিয়েছে প্রয়োজনে “কেয়ামত থেকে কেয়ামত” হবে। তারপরও এইবার তাদের “বিচার হবে” আসুন আমরা সবাই আরেকবার “বিক্ষোভ” করি। আমাদের কাঙ্ক্ষিত বিচারটা যেন “চাওয়া থেকে পাওয়া” তে রুপান্তরিত হয়। আবারও যেন প্রমাণিত হয় যে, “সত্যের মৃত্যু নেই”। আমাদের সবার চোখে আসুক “আনন্দ অশ্রু”, তারপরও বলব “তুমি আমার”, “শুধু তুমি” আমরা “তোমাকে চাই” ।