“প্রত্যাশার ভোর” লেখক, তাহমিনা কলি
“প্রত্যাশার ভোর”
তাহমিনা কলি
মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলো,
ভয়ার্ত কন্ঠে আমি জেগে উঠলাম,
ঘরে আলো নেই, হাতের কাছে বিদ্যুৎ এর সুইচ নেই,
মোমবাতি নেই, একটা দেশলাই কাঠি নেই,
চারদিকে ঘোর অন্ধকার
শুধু নেই, নেই, আর নেই।।
আমি চোখ বন্ধ করবার চেষ্টা করছি,
মনে হচ্ছে আমার চারপাশে অদৃশ্য জন্তু জানোয়ার
খিল খিল করে হাসছে,
কিছুতেই ঘুমাতে পারছি না,
আমি চিৎকার করে বললাম
তোমরা কেন এসেছো এখানে?
ওরা হাসতে হাসতে উত্তর দিলো
আমরাতো এখানে একা আসিনি,
তুমি আমাদের সঙ্গী করে এনেছো তোমার ঘরে।
এক মূহুর্তেই চোখে ভেসে উঠলো
শ্বাস প্রশ্বাসের ভয়ংকর মরণ খেলা,
কৃত্রিম যন্ত্র কি পারবে বাঁচাতে?
নাকি পড়ে থাকবে নিথর দেহ?
মৃত্যুর মিছিলে আমিও যাত্রী।।
না………………………………..
আমার ঘুম ভেঙে গেলো
বিছানা ছেড়ে লাফিয়ে উঠলাম
দরজা খুলে দিলাম,
ভোরের বাতাস আমাকে ছুয়ে বলে গেলো
বাইরে এসে দেখো
আমি প্রত্যাশার বার্তা নিয়ে এসেছি।
গায়ে চিমটি কেটে অস্তিত্বকে জানান দিলাম,
চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু,
এ আধার কেটে প্রত্যাশার ভোরের অপেক্ষায়
না হয় আবদ্ধই থাকি কিছুক্ষণ।