প্রতিবাদ দিয়ে সত্যকে আঁড়াল করার চেষ্টা করছেন কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা – দাবি ভুক্তভোগী শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমানের
নানা অনিয়ম-দূর্নীতি ও সেচ্ছাচারীতার অভিযোগ সম্বলিত নানাবিধ বিষয়াদি উল্লেখ করে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকা সহ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদে উল্লেখ করা হয়েছে, সরকার ঘোষিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫’শতাংশ প্রণোদনা মূল বেতনের সাথে সংযোজন করতে শিক্ষকদের নিকট থেকে ৫০’থেকে ১’শ টাকা, বিদ্যালয় সংস্কার কাজের (শ্লিপ) ও রুটিন মেরামতের অর্থ ছাড় দিতে বিদ্যালয় প্রতি ২’হাজার টাকা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য উপজেলার ২৩৭’টি বিদ্যালয় থেকে বাধ্যতামূলকভাবে ১’হাজার টাকা আদায়, বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত ও খেলনা সামগ্রীর জন্য বরাদ্দের টাকা উত্তোলনে ঘুষ আদায় সহ সকল বরাদ্দে শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান নির্দিষ্ট অর্থ আদায় করছে বলে দাবি করছেন ভুক্তভোগী শিক্ষকেরা। সম্প্রতি কাজিপুর উপজেলায় নতুন নিয়োগপ্রাপ্ত ১৫১’জন সহকারী শিক্ষকের নিকট থেকে বেতন কাঠামো তৈরির নামে জন প্রতি ১’হাজার টাকা করেও হাতিয়ে নিয়েছে এ কর্মকর্তা।
আর এ ঘুষ আদয়ের হাতিয়ার শিক্ষা কর্মকর্তা শিক্ষা অফিসে দীর্ঘ ১৮’বছর ধরে ডেপুটেশনে থাকা উপজেলার গান্ধাইল ইউনিয়নের বড়ইতলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম ও গোদাগাড়ী গাড়াবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিওন মুকুলকে ব্যবহার করছেন বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে শিক্ষা অফিস দালালমুক্ত করা সহ শিক্ষা কর্মকর্তার এ সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী শিক্ষকগণ উর্ধতন কর্তৃপক্ষের নিকট উপযুক্ত তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানায়,
সংবাদ প্রকাশের পর থেকেই শিক্ষা কর্মকর্তা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের নিজ অফিসে ডেকে কতিপয় শিক্ষক নেতাদের মাধ্যমে ম্যানেজের চেষ্টা করেছেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক
ভুক্তভোগী শিক্ষকের দাবি, শিক্ষা কর্মকর্তার নানা অনিয়ম ও দূর্নীতিকে আঁড়াল করতেই কয়েকটি নিউজ পোর্টালের মাধ্যমে এ প্রতিবাদ দেওয়া হয়েছে। এতে ভুক্তভোগী শিক্ষকেরা আরও ক্ষুব্ধ হয়ে পড়েছে।
উল্লেখ, গত ১৮’জুলাই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শিক্ষা অফিস পরিদর্শনে এসে নানা অসঙ্গতি দেখে রাজশাহী বিভাগীয় (প্রাথমিক শিক্ষা) উপ-পরিচালক শেখ মোঃ রায়হান উদ্দিন
অসন্তোষ প্রকাশ করা সহ ৬’টি বিষয় উল্লেখ করে উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে উল্লেখিত বিষয়গুলোর সন্তোষজনক ব্যাখ্যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরনের নির্দেশ দিয়েছেন।