কামারখন্দ

পিস্তল ও গুলিসহ ডাকাতদলের সর্দার আটক-সিরাজগঞ্জের কামারখন্দে

সিরাজগঞ্জের কামারখন্দে শনিবার (৫ মে) রাত ২টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ কোরবান আলী (৩০) নামে ডাকাতদলের এক সর্দারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা। আটক কোরবান আলী ওই গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

রোববার (৬ মে) দুপুর ১২টার দিকে র‌্যাব-১২ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান জানান,
কোরবান আলীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে হাটিকুমরুল থেকে বনপাড়া, বগুড়া, পাবনা, কড্ডা পর্যন্ত মহাসড়কে ছিনতাই ও ডাকাতি হচ্ছিল।

তার বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও কামারখন্দ থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে ১৬টি মামলা রয়েছে। শনিবার রাতে তিনি অস্ত্র ও গুলি নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে রাত ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।