পাঁচিলা বাজারে মোবাইল কোর্টের অভিযান
নাজমুল হোসেন রাজা :
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল সারে পাচঁ টায় সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে পাঁচিলা বাজারে লাইসেন্স বিহীন দোকানগুলোতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় আইন লংঘন করে লাইসেন্স বিহীন রড় সিমেন্ট এবং হার্ডওয়্যারের যন্ত্রপাতি বিক্রিরের অপরাধে তিন ব্যবসায়ীকে বিভিন্ন অর্থদন্ডে জরিমানা করা হয় ।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ তানজিনা খাতুন এ সময় মোবাইল কোর্টের অভিযানে সাথে ছিলেন এস,এম শহিদুল ইসলাম রন্টু স্যানিটোরি ইনপেক্টর, পেশকার আতাউর রহমান সহ পুলিশের একটি টিম সহযোগিতায় ছিলেন।দ্রুত লাইসেন্স করার জন্য আদেশ প্রদান করেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।