“পশু হাঁট” জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে খামারী ও ইউডিসি উদ্যোক্তাদের আলোচনা সভা
আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জ :
দেশে করোনাভাইরাস অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস ও দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নয়ন দেশ হিসেবে নিয়ে যেতে ডিজিটাল পদ্ধতি সব ধরনের ব্যবস্থা করছে করছে সরকার। এজন্য জেলা প্রশাসকের উদ্যোগে ও স্থানীয়ভাবে “পশুর হাঁট ” অ্যাপসটি জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে খামারী, ইউডিসি উদ্যোক্তাদের সাথে সিরাজগঞ্জে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও তৈরি করা হয়েছে ওয়েবসাইট, অ্যাপস ফেসবুক পেজসহ ইত্যাদি।
জেলা প্রশাসকের মাসুদুর রহমান ও জেলা প্রশাসনকের কার্যলয়ের সূত্রে জানা যায়, ২২ মার্চ জেলা প্রশাসকের আয়োজনে ইউডিসি,খামারীদের নিয়ে “পশু হাঁট ” অ্যাপস নিয়ে আলোচনা করা হয়। জনগণের দৌড় গোড়ায় “পশু হাঁট ” অ্যাপস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমরা (আইসিটি বিভাগ) এটু আই ও জেলা প্রশাসকের সহযোগিতায় “পশু হাঁট” ভাল সাড়াও মিলেছে। এটি আরো সাড়া পাওয়ার জন্য জেলা প্রশাসক বিভিন্ন বিষয় কাজ করছেন। এই অ্যাপসটি শুধু সিরাজগঞ্জ জেলা নয়, জেলার বাইরেও জনপ্রিয় করে তুলতে সব ধরনের চেষ্টা করছে জেলা প্রশাসক। আর আমরা আশাবাদী “পশু হাঁট” অ্যাপসটি করোনাকালে মানুষের জীবন যাত্রায় ব্যাপক পরিবর্তন আসবে। এসব ডিজিটাল মাধ্যম পরিবর্তনের মূল্যে কাজ করছে। মানুষ ঘরে ঘরে বসেই কোন ধরনের ঝামেলা ছাড়াই পশু কিনতে পারবে। তিনি আরো বলেন, ইন্টারনেট সহজলভ্যতা স্মার্টফোন সেটের ব্যবহার বৃদ্ধি,পেমেন্ট পদ্ধতি সহজ হওয়া বস জটিলতামুক্ত হওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে মানুষ অ্যাপসটি আগ্রহী হয়ে উঠে।
‘তিনি আশা করেন, শুধু এখনই নয়, করোনা পরবর্তী সময়েও এই অনলাইন হাটগুলো তাদের জনপ্রিয়তা ধরে রাখবে। তাদের সাইটে যুক্ত থাকবে গরুর ছবি, ওজন, উচ্চতা, জাত, কী খায়, ভ্যাকসিন কবে দেওয়া হয়েছে, ডেলিভারি কীভাবে পাওয়া যাবে ইত্যাদি সব তথ্য। আছে দাম পরিশোধের পদ্ধতিও যুক্ত থাকবে বলেও জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনির হোসেন সহ প্রমুখ।
