পলাশবাড়ীতে এসএসসি রেজাল্ট খারাপ হওয়ায় পরিক্ষার্থীর আত্মাহত্যা
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক ঃ
গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপের কথা শুনে অভিমানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে,পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে।
নিহত পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের শ্রী ভরত চন্দ্রের মেয়ে কুমারী পারবতী রানী কাশিয়াবাড়ী বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
৬ মে সোমবার সকালে কুমারী পারবতী রানী রেজাল্ট বের হওয়ার কথা শুনতে পায়’এবং জানতে পারে তার রেজাল্ট ভাল নয়। রেজাল্ট খারাপের কথা শুনে সে সবার অজান্তে গলায় রশি দিয়ে অভিমানে আত্মহত্যার চেষ্টা করে। তার মা ও চাচি বিষয়টি টের পেলে তাৎক্ষনিক পারবতী রানীকে বাঁচানোর জন্য রশি কেটে নিচে নামান। কিছুক্ষন পর পারবতী রানী মারা যায়।
এ ব্যাপারে পারবতী রানীর সহপাঠিরা জানায়,পারবতী রানী আমাদের একজন খুব ভাল বান্ধবী ছিল এবং সে খুব ভাল ছাত্রীও ছিল।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।