পঞ্চগড়ে পুকুর হতে স্কুল ছাএীর লাশ উদ্ধার
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার রাধানগড় ইউনিয়নের ছোটদাপ এলাকা হতে সাদিয়া সামাদ লিসা (১৪) নামে এক অষ্ঠম শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দু’জন কে আটক করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ছোটদাপ গ্রামে বাড়ির পিছনের পুকুর হতে লিসার ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহত- লিসা উপজেলার রাধানগড় ইউনিয়নের ছোটদাপ গ্রামের আব্দুস সামাদের মেয়ে ও আটোয়ারি বালিকা বিদ্যালয়ের অষ্ঠম শ্রেনীর ছাত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধা থেকে লিসাকে অনেক খোঁজাখুঁজি পরেও কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে স্থানীয়রা লিসার লাশ পুকুরের পানিতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলের মর্গে প্রেরণ করে। তবে পরিবারের দাবি পরিকল্পিত ভাবে লিসাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আটোয়ারী উপজেলার এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিসার মরদেহের সুরতহাল শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।