নিখোঁজের সাড়ে ৫ ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের সাড়ে ৫ ঘন্টা পর গত রোববার রাতে পৌর সভার আরামনগর রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থী সজিব হোসেনের(১৬) এর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে সজিব হোসেন গত রোববার বিকেলে পৌর সভার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়িতে এসে খাবার খেয়ে বিকেল বন্ধুদের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়। শিক্ষার্থী সজিব সন্ধ্যার পর আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে।পরে রাত সাড়ে ১০টায় নিখোঁজ শিক্ষার্থী সজিবকে বাড়ির পাশে পুকুরের পানি থেকে মৃত লাশ উদ্ধার করে পরিবার পরিজন।