নাশকতার মামলায় বেলকুচিতে পৌর যুবদলের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম গ্রেফতার।
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
নাশকতার মামলায় সিরাজগঞ্জে বেলকুচি পৌর যুবদলের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে এই গ্রামের জামাল উদ্দিন মন্ডলের ছেলে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ২০১৫ সালের নাশকতার ও বিস্ফোরক মামলায় যুবদল নেতা সিরাজের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো। সে পলাতক ছিলো। সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে।