নারায়ণগঞ্জে মৃত পোশাক কর্মীসহ ৫ জনের নমুনা সংগ্রহ-সিরাজগঞ্জের স্বাস্হ্য বিভাগ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জে মারা যাওয়া এক পোশাক কর্মীসহ (৪৫) মরদেহ বহণকারী ৫ জনের নমুনা সংগ্রহ করেছে সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ।
রোববার (১২ এপ্রিল) সকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের মেডিক্যাল টিম মৃত পোশাক কর্মীর গ্রামের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে। এ সময় ওই মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকসহ আরও চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোঃ শামছুজ্জোহা বলেন, ওই পোশাককর্মী শনিবার (১১ এপ্রিল) দুপুরে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জে মৃত্যুবরণ করেন।
রোববার গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টিম ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করেন। সেইসঙ্গে মরদেহ বহণকারীদের নমুনা সংগ্রহ এবং তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়ে