উল্লাপাড়া

নদীতে গোসলে নেমে নিখোঁজের ৫ ঘন্টা পর লাশ উদ্ধার

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

উল্লাপাড়ায় নানীর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ হবার ৫ ঘন্টা পর শিশু সামিউল ইসলামের (০৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার বড়হর গ্রামের বাঁশ হাটা ঘাটে করতোয়া নদীতে গোসলে নেমে নানির অজান্তে ডুবে যায় সামিউল।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে সামিউলকে উদ্ধারে নদীতে অভিযান চালিয়ে তারা ব্যর্থ হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল নিয়ে আসে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, সামিউল নিখোঁজ হবার খবর পেয়ে তার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে রাজশাহী থেকে আনা ডুবুরি দল বিকেল ৫টার দিকে নদীতে অভিযান চালিয়ে নিখোঁজ সামিউলের লাশ স্যান্ধার দিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২১/০৫/২০২২