ধানের ন্যায্য মুল্যের দাবীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর জেলা বিএনপি’র স্মারক লিপি প্রদান।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
ধানের নায্য মূল্যের দাবীতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবার (২১মে-২০১৯) সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা জেলা বিএনপির প্রতিনিধিদের নিকট থেকে স্মারক লিপি গ্রহন করেন। ওই সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মুজিবর রহমান লেবু, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা,রকিবুল হাসান রতন, সাধারন সম্পাদক,সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন-সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,নূর কায়েম সবুজ,হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম,সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শামীম আহম্মেদ হিটলার,দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,সহ দপ্তর সম্পাদক শেখ এনামুল হক,জেলা যুবদল সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু,জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদসহ বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগীসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।