দেখে নিন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের খেলা কবে কখন কোন চ্যানেলে
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক :
ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আয়ারল্যান্ড।বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এই সিরিজ বাড়তি প্রেরণা জোগাবে বাংলাদেশ দলকে।বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে এ সিরিজের আয়োজন। আয়ারল্যান্ডের মাটিতে আগামীকাল (রবিবার) মাঠে গড়াবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ।সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি । এছাড়া সনি সিক্স ও সনি সিক্স এইচডিতেও দেখা যাবে সিরিজের ম্যাচগুলো । সিরিজে প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৪৫ মিনিটে । ★ বাংলাদেশ | আয়ারল্যান্ড | উইন্ডিজ ( ত্রিদেশীয় ) সিরিজের পূর্নাঙ্গ সূচিঃ ৫ মে, আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ (ক্লোনটার্ফ,ডাবলিন) → ৭ মে, বাংলাদেশ বনাম উইন্ডিজ (ক্লোনটার্ফ,ডাবলিন) → ৯ মে, আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ (দ্য ভিলেজ,ডাবলিন) → ১১ মে, আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ (দ্য ভিলেজ,ডাবলিন) → ১৩ মে, বাংলাদেশ বনাম উইন্ডিজ (দ্য ভিলেজ,ডাবলিন) → ১৫ মে, আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ (ক্লোনটার্ফ, ডাবলিন) → ১৭ মে, ফাইনাল (দ্য ভিলেজ, ডাবলিন) ★ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল,মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বী।