দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮,তাড়াশের বিবাদমান ধানী জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে
তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রামে বিবাদমান ধানী জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে কমপক্ষে আট ব্যক্তি গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি-২০১৯) সকালে এ সংঘর্ষে আহতদের মূমূর্ষ অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতাল ভর্তি করা হয়েছে। বিষয়টি তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন। প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা গেছে, ওই গ্রামের আফসার আলী ও আব্দুস সাত্তারের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে আব্দুস সাত্তার ওই জমিতে বোরো আবাদের জন্য সেচ দিতে যান । এ সময় একই গ্রামের আফসার আলী গং জমিটি তাদের দাবী করে সেচ দেয়া বন্ধ করার কথা বলেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাগ বিতন্ডা শুরু হয়। পরে উভয় পক্ষ লাঠি সোটা, ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আব্দুস সাত্তার , আফসার আলী, শহিদুল ইসলাম, সুলতান মাহমুদ, আব্দুস সালাম সহ ৮ ব্যাক্তি গুরুতর আহত হন। আহতদের মূমূর্ষ অবস্থায় প্রথমে তাড়াশ হাসপাতালে আনা হলে সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।