তাড়াশ

তাড়া‌শে উৎসবমুখরতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধিঃ

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়েছে। বিনামুল্যে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা ছিলো উচ্ছ্বসিত।

বুধবার (১ জানুয়া‌রি) বিকা‌লে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ সভাপ‌তি‌ত্বে তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্ত্ব‌রে আনুষ্ঠানিকভাবে বিনা মুল্যে এই বই বিতরণ উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আ‌জিজ।

এছাড়া উ‌প‌জেলা উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি আব্দ‌ুল হক, সাধারণ সম্পাদক স‌ঞ্জিত কর্মকার, উপ‌জেলা চেয়ারম্যান অধ্যক্ষ ম‌নিরুজ্জামান ম‌নি, ভাইস চেয়ারম্যান আ‌নোয়ার হো‌নেন খান, ম‌হিলা ভাইস চেয়ারম্যান ম‌র্জিনা ইসলাম, উপ‌জেলা ম‌াধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা ফ‌কির জা‌কির হো‌সেন, প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দ‌ুল ল‌তিফ, মাহামুদুর রহমান, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বই বিতরণ উপলক্ষে শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছিলো আনন্দ উৎসবের উচ্ছ্বসিত ঢেউ। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে মুখে ছিলো অনাবিল হাসি।