তাড়াশে সামাজিক দুরুত্ব বজায় রেখে ভিজিডির চাউল বিতরণ
লুৎফর রহমান.তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে গরীব ও দুস্থদের ভিজিডির ৩০ কেজি করে চাউল বিতরণ করলেন বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন মুক্তা। বুধবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা আইডিয়াল কলেজ মাঠে ইউনিয়নের গরীব ও দুস্থদের বরাদ্দকৃত ভিজিডির ৩০ কেজি করে চাউল ৩৬৮জন কার্ডধারীদের বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার (ট্যাগ) নাগিব মাহফুজ , ইউপি সদস্য আতাউর রহমান,মহসীন আলী,শফিকুল ইসলাম,ফিরোজুল ইসলাম প্রমুখ।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মোকতার হোসেন মুক্তা বলেন, করোনা ভাইরাস সংক্রমন ঝুকিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে ভিজিডি কার্ডধারী ব্যক্তিদের চাল বিতরণ করা হয়েছে।