তাড়াশে রোজায় লোডশেডিং, বিপাকে মুসুল্লীরা
লুৎফর রহমান, তাড়াশঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশ থাকলেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রজমানের প্রথম দিন পল্লী বিদ্যুতের বারবার লোডশেডিং এর কারণে জন সাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তারাবীর নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ক্ষোদ্ধ হয়ে উঠেন বিভিন্ন এলাকার মুসল্লীরা।
এ দিকে অনেক বিদ্যুৎ গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলার গুড়পিপুল শেখ রাসেল ছাত্র সংগঠনের যুুগ্ন সাধারণ সম্পাদক এম.এ. মাহাবুব হোসাইন তার ফেসবুকে লিখেছেন, ডিজিটাল বাংলাদেশে বিদ্যুৎ এর ভেলকি বাজি, রোজার প্রথম দিনেই একটা খেল দেখায়ে দিল!
ডাচ্ বাংলা ব্যাংক, রানীরহাট শাখার ইনচার্জ ওসমান গনী রিমন লিখেছেন, দেশগ্রাম ইউনিয়নের কাটাগাড়ী এলাকায় ইফতারের আগে থেকে তারাবী পর্যন্ত বিদ্যুৎ নেই, প্রথম রোজার দিনেই এমনভাবে সার্কাস শুরু করেছে।
স্থানীয় কবি-সাংবাদিক হাদিউল হৃদয় লিখেছেন, রোজার প্রথম দিনেই ইফতার তৈরির সময় ঢাকায় চুলা জ্বলে নাই। গ্যাস ছিল না! আর ইফতারের ১০ মিনিট আগে থেকে আমার এলাকা পুরো অন্ধকার। বিদ্যুৎ নাই! ঘটনা কি?
উপজেলার তালম ইউনিয়নের পাড়িল গ্রামের গৃহিণী শাহিনুর খাতুনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়। একইভাবে তারাবি নামাজের সময়ও বিদ্যুৎ চলে গেলো। ফলে গরমে নামাজ পড়া দুঃসহ হয়ে ওঠে। ইফতার ও তারাবির সময় লোডশেডিং না করার আহ্বান জানান তিনি।
গুল্টা বাজারের কীটনাশক ব্যবসায়ী ফজলু হক বলেন, ইফতারের সময় হঠাৎ দেখা যায় বিদ্যুৎ চলে গেছে। একইভাবে তারাবির সময়ও দেখা যায় বিদ্যুৎ নেই। আর গত কয়েক সপ্তাহ ধরে প্রচÐ গরম পড়েছে। বিদ্যুতের এমন অবস্থায় সাধারণ মানুষকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি রমজানে গুরুত্বপূর্ণ সময়গুলোতে বিদ্যুৎ না নেওয়ার আহ্বান জানান।
এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিরাপদ দাস বলেন, বিষয়টি দুঃখজনক। এর আগে এমনটা হয়নি। তবে হঠাৎ করে গ্যাস সংবারাহ পরিমাণ কমে যাওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রীণ থেকে আমরা কম পাচ্ছি।