তাড়াশে রোকেয়া দিবস পালিত
লুৎফর রহমান, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় আর্ন্তাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ দিবসটি উপলক্ষে বিভিন্ন কাজে অবদান রাখায় উপজেলার ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. মেজবাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান।
বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা ইয়াসমিন প্রমূখ। অনুষ্ঠান শেষে শিক্ষা ও চাকুরীতে বিশেষ অবদান রাখায় প্রভাষক মোছা.ফিরোজা ইয়াসমিন, অর্থনৈতিক আত্ম নির্ভশীলতায় রেমা পারভীন, সফল জননী সুমিত্রা রানী, নির্যাতিতা নারী মোছা. বিলকিস খাতুন এবং সমাজ সেবায় মোছা. শাপলা পারভীনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।