তাড়াশে মৌলিক সাক্ষরতা প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ‘মুজিব জন্ম শতবার্ষিকী-মুজিব মানে স্বাধীনতা মুজিব মানে বাংলাদেশ’ এই শ্লোগান সামনে রেখে উপজেলা প্রসাশন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর সন্ধানী সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের সুপারভাইজার ও শিক্ষক/শিক্ষিকাদের ৫ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃওবায়দুল্লাহ।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের সহকারী পরিচালক সিরাজগঞ্জ জেলা আহসান হাবীব, তালম ইউপি চেয়ারম্যান আব্বাজ-উজ-জামান, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা, সন্ধানী সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান শাহিদা পারভীন, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বুলবুল আহমেদ প্রমুখ।৫দিনব্যাপি প্রশিক্ষণে ৮টি ইউনিয়ন থেকে ১শত ৩৫টি কেন্দ্র হতে ২শত ৭০ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করে।