তাড়াশে বয়স্ক ও বিধবা ভাতার চাহিদা সাড়ে ৫ হাজার
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে ২০২১-২২ অর্থ বছরে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় বয়স্ক ও বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন করেছেন ৫ হাজার ৫৫২ জন। এর মধ্যে বয়স্ক ১ হাজার ৯৭১ জন এবং বিধবা ২ হাজার ৫৮১ জন। বর্তমানে এ উপজেলা ভাতা পাচ্ছেন বয়স্ক ৬ হাজার ৪৮৫ জন, বিধবা ৩ হাজার ২৫৬ জন এবং অসচ্ছল প্রতিবন্ধী ২ হাজার ৬৩০ জন।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, নির্ধারিত ১০ সেপ্টেম্বর সর্বশেষ তারিখের মধ্যে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে অনলাইনে ৪ হাজার ৫৫২ জন বয়স্ক ও বিধবা ভাতার জন্যে আবেদন করেছেন। এর মধ্যে তালম ইউনিয়নে বয়স্ক ১৬২ জন, বিধবা ২৭৪ জন। বারুহাস ইউনিয়নে বয়স্ক ২৫৭ জন, বিধবা ২৭৯ জন। সগুনা ইউনিয়নে বয়স্ক ২৮৬ জন, বিধবা ২২৫ জন। মাগুড়াবিনোদ ইউনিয়নে বয়স্ক ২৭৮ জন, বিধবা ২৫১ জন। নওগাঁ ইউনিয়নে বয়স্ক ২৯২ জন, বিধবা ৩৪৪ জন, তাড়াশ সদর ইউনিয়নে বয়স্ক ২২১ জন, বিধবা ৪০৭ জন, মাধাইনগর ইউনিয়নে বয়স্ক ২৬৯ জন, বিধবা ৩৬৪ জন এবং দেশিগ্রাম ইউনিয়নে বয়স্ক ২০৬ জন, বিধবা ৪৩৭ জন আবেদন করেছেন।
এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনায় দুর্নীতি প্রতিরোধ এবং সকল ভাতা সহায়তা কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনার লক্ষ্যে এবারে বয়স্ক ও বিধবা ভাতা সুবিধা গ্রহণের জন্য অনলাইনে আবেদন আহবান করা হয়। এতে ৪ হাজার ৫৫২জন অনলাইনে আবেদন করেছেন। আবেদনগুলো মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর চুড়ান্ত করা হবে।