তাড়াশে বর্ষবরণ অনুষ্ঠিত
লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে নানা কর্মসুচির মধ্য দিয়ে বৈশাখী উৎসব (বর্ষবরণ) ১৪২৯ বঙ্গাব্দ পালিত হয়েছে।
কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, অালোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ।
বৈশাখী উৎসব উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্বণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) . লায়লা জান্নাতুল ফেরদৌস. উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম, বারুহাস ইউনিয়ন চেয়ারম্যান মো. ময়নুল হক, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সাহেদ খান জয়, প্রমূখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরুস্কার বিতরণ করেন।