তাড়াশে পল্লীবিদ্যুতের পরিচালকের বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ
স্টাফ রিপোর্টা :
সিরাজগঞ্জের তাড়াশে পল্লী বিদ্যুতের পরিচালকের বিরুদ্ধে রেজাউল করিম(৩৯)
নামে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে
উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে এ ঘটনা ঘটে। রেজাউল ওই
গ্রামের মৃত হোসেন আলী প্রামানিকের ছেলে।
মারধরের শিকার কৃষক রেজাউল করিমের স্ত্রী শিল্পী খাতুন জানান, একই
গ্রামের প্রভাবশালী নজরুল ইসলামের সাথে সামান্য জায়গা নিয়ে বিরোধ
চলে আসছিলো। এ বিরোধ নিস্পত্তির জন্য আদালতে মামলা চলছে। এ নিয়ে
নজরুল ইসলামের ছেলে তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক
সোহেল রানা বহুবার বিচারাধীন মামলাটি তুলে নিতে হুমকী দিয়ে
আসছিলেন। মামলা তুলে না নেয়ায় থানায় তাদের নামে মিথ্যে মামলাও করা
হয়েছে। শেষ পর্যন্ত পরিচালক সোহেল রানা তার পেটোয়া বাহিনী নিয়ে
গভীর রাতে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আমার স্বামী বাঁধা
দিতে এগিয়ে গেলে তাকে বেধরক মারধর করে ফেলে রেখে যায় তারা। পরে স্বজন
ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল তালুকদার জানিয়েছেন, ওই
কৃষকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি
শঙ্কামুক্ত।
এদিকে, পরিচালক সোহেল রানারা সাথে যোগাযোগ করা হলে তিনি
অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আহত
কৃষককে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে কোন
মামলা হয়নি। মামলা হলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।