তাড়াশ

তাড়াশে নসিমনের ধাক্কায় বৃদ্ধা নিহত

লুৎফর রহমান, তাড়াশ :

সিরাজগঞ্জের তাড়াশে নসিমনের ধাক্কায় শান্তি বেওয়া (৭৩) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া পুকুরপাড়ার মৃত জিল্লুর রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালখুলা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তি বেওয়ার বড় ছেলে সাইফুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময়ে একটি নসিমন গাড়ি ধাক্কা দিলে সে গুরত্বর আহত হয়।

এ সময় প্রতিবেশীরা উদ্ধার বাড়িতেই নিয়ে আসলে তিনি মারা যান তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানিয়েছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।