তাড়াশে কৃতি শিক্ষার্থী ও সাংবাদিকদের সম্মাননা প্রদান
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে কৃতি শিক্ষার্থী ও সাংবাদিকদের সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তাড়াশ মহিলা দাখিল মাদ্রাসা হলরুমে চারজন কওমী মাদ্রাসার ছাত্র ও দুইজন স্থানীয় সাংবাদিককে এ সম্মাননা দেওয়া হয়।
ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন তাড়াশ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
কওমী শিক্ষা বোর্ডে মেধা তালিকায় ৯ম স্থান মো. সাআদ হোসেন,১৫তম স্থান মাহফুজুর রহমান,১৮তমস্থান আব্দুল মুমিন ও মুহাম্মদ রবিউল ইসলাম উত্তীর্ণ হওয়ায় ।অপর দিকে সাংবাদিকতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য সম্মাননা পেয়েছেন দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা ও তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা ও তাড়াশ মডেল পেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
ইসলামী যুব আন্দোলনের সভাপতি এইচ এম আব্দুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন, ইসলামী আন্দোলনের তাড়াশ পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. আলতাব হোসেন, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. রেজাউল করিম, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমূখ।