তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালো তালিকাভূক্ত কোম্পানীর ঔষধ সরবরাহ

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল অনিয়ম ও দূর্নীতির আঁতর ঘরে পরিণত হয়েছে। সেবার মান, ঔষধ সরবরাহ, এ্যাম্বুলেন্স, প্যাথলজি, রোগীর পথ্য সহ কোভিট-১৯ টিকা প্রদানের অনিয়ম ও দূর্ণীতি চিত্র ফুটে উঠেছে।

হাসপাতালে ঠিকাদার ও কর্মকর্তার কারসাজী তে সরবরাহ করা হচ্ছে কালো তালিকাভূক্ত ও নি¤œমান কোম্পানীর ঔষধ। এতে করে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু ঠিকাদার। আর এসব নি¤œমানের ঔষধ খেয়ে কাজ না হওয়ায় সরকারী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার সর্বস্তরের জনসাধারন।

নাম সর্বস্ব ২৯টি এ্যালোপ্যাথিক ঔষধ কোম্পানী কালো তালিকাভূক্ত করে এসব কোম্পানীর ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ সাময়িকভাবে নিষিদ্ধ করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর। এমনকি ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন করায় ৬টি প্রতিষ্ঠানের অনুমোদন/লাইসেন্স বাতিল করা হয়।

সাময়িকভাবে লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠান গুলোর মধ্যে, চট্টগ্রামের ম্যাফনাজ ফার্মাসিউটিক্যালস, বরিশালের ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস, প্যারাডাইজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সিরাজগঞ্জের ওয়েসিস ল্যাবরেটরিজ ও রাসা ফার্মাসিউটিক্যালস এবং সিলেটের জালফা ল্যাবরেটরিজ এর নাম উল্লেখ যোগ্য। এর মধ্যে রাসা ও ইন্দো বাংলা ফার্মাসিটিক্যাল লিঃ এর নাম জড়িত ছিল। কিন্তু তাড়াশ উপজেলা হাসপাতালে কালো তালিকাভূক্ত রাসা ও ইন্দো বাংলা ফার্মাসিটিক্যাল লিঃ এর ঔষধ সরবরাহ করে সরকারী কোষাগারের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদার।

অভিযোগ উঠেছে তাড়াশ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল অপরিচ্ছন্ন পরিবেশে সেবা দেয়া হচ্ছে রোগীদের। চিকিৎসক ও নি¤œমানের ঔষধের কারণে স্বাস্থ্য সেবা অনেকটা মানহীন ও দায়সারার মতো। জনবল সংকটের কারণে পুরো হাসপাতাল জুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ লেগেই থাকে। তাতে করে রোগ সারাতে এসে উল্টো আশংকা তৈরি হয় রোগাক্রান্ত হওয়ার। দীর্ঘদিন যাবৎ হাসপাতালের একমাত্র রুগী বহনকারী এ্যামবুলেন্স অচল। ভাড়ায় চালানো হচ্ছে মাইক্রো বাস, বিনিময়ে রোগীদের দিতে হচ্ছে অতিরিক্ত অর্থ। বিষয়টি নিয়ে সামাজিত যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেন, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল শেখ। তিনি ”তাড়াশ হাসপাতালে সরকারী একটি এ্যাম্বুলেন্স নেই, সেবার মান সর্বনি¤œ”।

ওয়ার্ডগুলোর বিছানাপত্র যেমন অপরিচ্ছন্ন থাকে, তেমনি সেখানে ভর্তি হওয়া রোগীদের কোপালে জুটে মানহীন খাবার। ইজিসি যন্ত্রটি দীর্ঘদিন ধরে নষ্ট। অন্যদিকে প্যাথলজি বন্ধ থাকলেও ক্রয় দেখানো হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। নানা অভিযোগ ও সমস্যা নিয়ে গণমাধ্যমে অসংখ্য সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় নি।

২০২০-২০২১ অর্থ বছরে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ঔষধ ও অন্যান্য সারঞ্জাদি সরবরাহের নিমিত্তে¡ দরপত্র আহবান করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক দরপত্র জমা দেওয়া হলেও ক্ষমতার জোড়ে যুব নেতা মো: সিরাজ সরকার বিভিন্ন লাইসেন্স ব্যবহার করে ঔষধ সরবরাহের কাজটি হাতিয়ে নেন। চুক্তি মোতাবেক যথা সময়ে ঔষধ সরবরাহ না করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহিত কারসাজী করে মাসে মাসে ঔষধ ঢুকাচ্ছেন গুদামে।

সরেজমিনে ১৭সেপ্টেম্বর শুক্রবার হাসপাতালে গিয়ে দেখা যায়, স্টোর কিপার মোঃ শাহাদৎ হোসেন ও ঠিকাদারের প্রতিনিধি ইকবাল হাসান রুবেল অটো ভ্যানে সিরাজগঞ্জের রাসা ফার্মাসিটিক্যাল লিঃ, বরিশালের ইন্দ্রো বাংলা ফার্মাসিটিক্যাল লিঃ এর ঔষধ গুদাম জাত করছেন।

ছুটির দিনে ঔষধ গুদাম জাত করণের বিষয়ে হাসপাতালের স্টোরকিপার মোঃ শাহাদৎ হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, ঠিকাদারের ঔষধ রাখার জায়গা না থাকায় আপাততঃ হাসপাতালের গুদামে রাখা হচ্ছে।

এসময় ঠিকাদারের প্রতিনিধি ছাত্রনেতা ইকবাল হাসান রুবেল বলেন, কর্মকর্তার সহিত যোগাযোগ করে নিয়মতান্ত্রিকভাবে হাসপাতালে ঔষধ ঢুকানো হচ্ছে।

ঠিকাদার মোঃ সিরাজ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে দেখা করেন উনি ব্যবস্থা করবেন। সরকার অনুমোদিত ফার্মাসিটিক্যাল থেকে ঔষধ সরবরাহ করছি।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রাম পদ রায় বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.