তামিম, সাকিব ও সৌম্যের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের সহজ জয়
আবির হোসাইন শাহিন ,নিজস্ব প্রতিবেদক:
আজ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ করেন ২৬১রান ৯উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ওভারে। বাংলাদেশ ২৬২রানের টার্গেট খেলতে নেমে ওপেন করতে আসেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। শুরুটা দারুন খেলে দলকে ভালো স্থানে পৌছে দেন তামিম ও সৌম্য সরকার। ওপেনিংয়ে তামিম ও সৌম্য গড়েন ২৬ওভারে ১৪৪রানের জুটি। সৌম্য ব্যক্তিগত ৭৩রান করেন মাত্র ৬৮বলে। সৌম্যর ইনিংসটি সাজানো ছিলো ৯টি ৪ ও ১টি ৬দিয়ে। স্ট্রাইক রেট ছিলো ১০৭.৩৫ যা আধুনিক ক্রিকেটের সাথে মানানসই বটে। একপ্রান্তে সৌম্য মারমুখী অবস্থানে থাকলেও অপর প্রান্তে তামিম ছিলেন টেস্ট মেজাজি। তামিম ব্যক্তিগত হাফসেঞ্চুরি করেন ৭৮বলের মোকাবেলায় যার মধ্যে ৪৮টি ছিলো ডট বল!!! বাকি ৩০বলে করেন ৫০রান। তামিমের এমন ব্যাটিং আসলেই আফসোসের কারন। তামিমের ব্যাটিং দেখে মনে হলো আমরা এখনো সিঙ্গেল নিতে জানিই না। এভাবে সিঙ্গেল না নিলে সামনে বিশ্বকাপে ভালো কিছুর আশা করাটাও মনে হয় ঠিক হবেনা। তামিম শেষ পর্যন্ত আউট হলেন ৮০রান করে তাও ১১৬বলের মোকাবেলা করে। স্ট্রাইক রেট ছিলো ৬৮.৯৭। যদিও তামিমের ব্যাটিং ধীর গতির ছিল কিন্তু ওপেনিং এ বড় সংগ্রহ দলকে ভালো সূচনা এনে দেয়।সাকিব মুশফিকের ৬৮ রানের জুটিতে সহজেই হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ কে।সাকিব অপরাজিত থাকে ৬১ রানে আর মুশফিক ৩২ রানে।