তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
লুৎফর রহমান, তাড়াশঃ
সুশাসন প্রতিষ্ঠা, কার্যকরী ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যস্তবায়ন,জবাব দিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ট্যাক্স দিন, সেবা নিন দুর্নীতি মুক্ত দেশ গড়ার কাজে সহযোগিতা কামনা করে সিরাজগঞ্জের তাড়াশের ৪নং মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে ।
৩১মে বুধবার সকালে মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ হল রুমে বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অনুজীববিদ প্রভাষক মোঃ মেহেদী হাসান ম্যাগনেটের সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ১ কোটি ৮২ লাখ ৭ হাজার তিনশ ৬৬ টাকা আয় ।
এবং ১কোটি ৮১লক্ষ্য ২৩ হাজার নয়শত আশি টাকা ব্যয় ধরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা জন সম্মুখে ঘোষনা করেন ইউপি সচিব শরীফুল ইসলাম ।
উন্মুক্ত বাজেট সভায় এলাকার সর্বস্তরের জন সাধারণ ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটের আলোকে এর সংযোজন ও বিয়োজন নিয়ে আলোকপাত করেন চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট।
জনগনের গুরুত্বপুর্ন ও জরুরী দাবিগুলো কে প্রাধান্য দিয়ে ইউনিয়নের এ বাজেটে শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সোলায়মান হোসেন বি. এ প্যানেল চেয়ারম্যান জহরুল ইসলাম, ইউপি সদস্য রকিবুজ্জামান আলপিন, ইব্রাহিম সরকার, আব্দুল মালেক, গোলাম মোস্তফা, সাইদুর রহমান,সামেজা খাতুন,মুক্তা খাতুন,শাফলা খাতুন, দফাদার রাজিব সরকার সহ ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।