তাড়াশের কৃতিসন্তান আতিক সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদে “সহ নির্যাতিত নারী ও শিশু বিষয়ক সম্পাদক” নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
লুৎফর রহমান, তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে তাড়াশের কৃতি সন্তান মোঃ আতিকুর রহমান আতিক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদে “সহ নির্যাতিত নারী ও শিশু বিষয়ক সম্পাদক” নির্বাচিত হওয়ায় তাড়াশ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল; তাড়াশ পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
ঈদুল ফিতরের তৃতীয় দিন উপজেলা পরিষদ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শাহালম, যুগ্ন-আহ্বায়ক মোঃ তারেক, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাদত হোসেন, যুগ্ন-আহ্বায়ক মোঃ হামিদুল তালুকদার,, নয়ন মন্ডল, অলিল সরকার,, সিরাজগঞ্জ জেলা ছাত্রদল’র সহ-সভাপতি মোঃ নাসিম উদ্দিন নিলয়, যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুস, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক – কে এম নাহীদ হাসান, যুগ্ন-আহ্বায়ক মোঃ রাসেল রানা শাহীন সহ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।