তাড়াশে ৪ দিন ধরে যুবলীগ নেতা নিখোঁজ
হাদিউল হৃদয় , তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (৩৫) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাড়াশ থানায় তার পিতা আলহাজ জমশেদ আলী সাধারণ ডায়েরি করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশীগ্রাম ইউনিয়নের ছোট মাঝদক্ষিণা গ্রামের জমশেদ আলীর ছেলে ও দেশীগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান গত ১১ জুলাই নিজ বাড়ি থেকে নিমগাছী এলকার কাজী ইটভাটায় ইট কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে ওই দিন বাড়িতে ফিরে না এলে তার মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর গত ৪ দিনেও তার সন্ধান মেলেনি। ছেলেকে না-পেয়ে অবশেষে তাড়াশ থানায় গত শুক্রবার তার পিতা একটি সাধারণ ডায়েরি করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মোস্তাফিজুর রহমান বলেন, নিখোঁজ মেহেদী হাসানকে উদ্ধার করতে পুলিশ সবরকমের চেষ্টা চলছে।