তাড়াশে সততার সহিত ব্যবসা করে ভাগ্যের পরিবর্তন এনেছেন জাহাঙ্গীর আলম
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে সততার সহিত ব্যবসা করে ভাগ্যের পরিবর্তন এনেছেন জাহাঙ্গীর হোসেন খন্দকার। বিশ বছর পূর্বের সামান্য টিভি ও রেডিও মেকানিক আজ কোটি টাকার ব্যবসায়ীক। কোম্পানীর ডিলার হয়ে শো রুমে রেখেছেন নোভা, যমুনা, সনি র্যাংগস ও বার্জার পেইন্টসের পণ্য।
জানা যায়, তাড়াশ থানার পাড়ার মৃত আলতাব হোসেন খন্দকারের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন খন্দকার তাড়াশ বাজারস্থ শহীদ মিনারের পূর্ব পার্শ্বে টিনের ঘরে টিভি ও রেডিও মেকানিকে কাজ করে সংসার চালাতেন। মেধা, প্রজ্ঞা ও সততার সহিত ব্যবসা করে বর্তমানে বিভিন্ন কোম্পানীর ডিলারশীপ নিয়ে নোভা, যমুনা, সনি র্যাংগস ও বার্জার পেইন্টসের পণ্য বাজারজাত করে ভাগ্যের পরিবর্তন এনেছেন। ইতিমধ্যে তিনি কোম্পানীর ব্যয়ে বিভিন্ন দেশও ভ্রমণ করেছেন।
এবিষয়ে মেসার্স জাহাঙ্গীর ইলেকট্রনিক্স এর স্বত্বাধীকারী জাহাঙ্গীর হোসেন খন্দকার বলেন, সততা নিয়ে আমি আমার ব্যবসা পরিচালনা করেছি। কোম্পানীর শর্তানুযায়ী চাহিদা পূরণ করেছি।
তিনি আরোও জানান, সম্প্রতি সময়ে কতিপয় অসৎ লোকজন আমার ব্যবসার সুনাম নষ্ঠ করার পায়তারা করছেন। মারুফ হোসাইন নামের জনৈক ব্যক্তি তাহার ফেসবুক আইডি থেকে আমার দোকানের বিরুদ্ধে নানা অপপ্রচারও করছেন। বিষয়টি আমার দৃষ্টিগোছর হয়েছে। মূলতঃ তিনি আমার দোকান থেকে পণ্য ক্রয় না করেই মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার দ্বায় দিচ্ছেন। আমি বার্জার কোম্পানীর রং বিক্রি করি। জনৈক মারুফ অন্যত্র থেকে দুবাইম্যাক্স কেমিক্যালের পণ্য ক্রয় করে আমার দোকানের নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছেন। এতে আমি বিচলিত নই। সবার ভালবাসা ও সহযোগীতা নিয়ে সততার সহিত আমৃত্য ব্যবসা করতে চাই।