তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
লুৎফর রহমান, তাড়াশঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) বিকেলে তাড়াশ থানার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর।
এসময় তিনি উপস্থিত সকলের উদ্দ্যেশে বলেন, পূঁজা মন্ডপে সুষ্ঠ পরিবেশ বজায় রাখা ও সর্বদাই দেখা শোনার দায়িত্ব আমাদের সকলের। কোন অবস্থায় ডিজে গান ব্যবহার করা যাবে না। এছাড়াও মাদক সেবন ও আইন ভহির্ভুত সকল কাজকে ঘৃণা করতে হবে। নামাজের সময় উচ্চস্বরে সাউন্ড ব্যবহার করা যাবে না। ধর্মীয় স্থানগুলোকে পবিত্র স্থান হিসাবেই মনে করতে হবে। এসময় তিনি সকল পূঁজা মন্ডপে ধর্মীয় ভক্তিমূলক গান বাজানোর জন্য অনুরোধ জানান। এছাড়াও যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তাড়াশ উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ বলেন, ধর্ম যার যার আনন্দ সবার মাথায় রেখে এবছরেও শারদীয় দূর্গা পূঁজা অনুষ্ঠিত হবে। এবছরে তাড়াশ উপজেলায় ৪৫ টি পুঁজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে সৌহার্দ ও সম্প্রীতিতেই শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে। আমরা পবিত্র স্থানে পবিত্রতা রক্ষা করে পূঁজা উদযাপন করবো।
অন্যনাদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ, সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক শামিউল হক শামিম, বারুহাস ইউপি চেয়ারম্যান মোঃ ময়নুল হক, সগুনা ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আকতার হোসেন, শিক্ষক নেতা সুশিল মাহাতো, প্রভাষক রনজিৎ, উপজেলা পুজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক মৃণাল কান্তি সরকার মিলু, উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, তাড়াশ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আব্দুস সালাম।